By: Admin
Mar 14, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ৩৩২ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে। ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে¡¡ সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই অভিযান চলে শিবগঞ্জ উপজেলার জহুরপুর এলাকায়। এসময় আটক হয়, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবগনর সাম জোলা গ্রামের  মোঃ উজ্জল আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (২৩) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোঃ আলী হাসান (১৯)। র‌্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার জহরপুর এলাকার পুকুরের পাড়ে অভিযান চালায়। এসময় ৩৩২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ও আলী হাসান কে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।#


Create Account



Log In Your Account