By: Admin
Jul 12, 2023

চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ  সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প,র‌্যাব-৫,  এর  অপারেশন দল সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ২নং শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী (আকিলপাড়া) গ্রামের জনৈক মুদ্দিনের পুকুরের উত্তর পূর্ব পাড়ে পাহারাদের ঘরের পিছনে অভিযান পরিচালনা করে মাদকসেবন এবং বিক্রয়ের অপরাধে আসামি মোঃ বাবু (৩২) (মূলহোতা), পিতা-মৃত সাদেকুল ইসলাম, গ্রাম-বালিয়াদীঘি,মোঃ শরিফ (৩০), পিতা-মোঃ আব্দুস সাত্তার,গ্রাম-সোনাপুর,মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা-মোঃ আব্দুর রহিম,গ্রাম-শিয়ালমারা, মোঃ মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা-মৃত এফাজ উদ্দিন,গ্রাম-বালিয়াদিঘী, শ্রী কৃষ্ণ ঘোষ (৩০), পিতা-মৃত অভি ঘোষ,গ্রাম-সোনামসজিদ,মোঃ আনারুল ইসলাম (২৮), পিতা-মোঃ সমির উদ্দিন,গ্রাম-কামালপুর, সর্ব থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে ইয়াবা ট্যাবলেট-৬০(ষাট)পিচ,হেরোইন-১৫(পনেরো) পুরিয়াসহ আটক করা হয়। রর্‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সেবন করার উদ্দেশ্যে উক্ত এলাকায় অবস্থান করে জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে ।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।#
    
 

 

 

 

 


Create Account



Log In Your Account