চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করেন। একই সঙ্গে সরকারি-বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। বুধবার ভোরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মিজানুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ নুরুল ইসলাম এছাড়াও উপজেলা পর্যায়ের বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সাংস্কৃতিক গোষ্ঠির পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা নিবেদন। শেষে শহীদদের আতœার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এরপর শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠনের অভিবাদন গ্রহণ।পরে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি সংবর্ধনা ও আলোচনা সভা হয়। এছাড়া বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও বিশেষ প্রার্থনা। অন্যদিকে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, র্যালি, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক সংগীত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। #