By: Admin
Jun 1, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (জিআই) মোঃ জিল্লুর রহমান বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের আম প্রচন্ড সুস্বাদু। বিশেষ করে এই জেলার ক্ষিরশাপাতি আম অত্যন্ত সুমিষ্ট। সারাদেশেই এখানকার আমের সুনাম রয়েছে। এমনকি বিদেশে রফতানি হয়েছে ক্ষিরশাপাতি আম। তাই এই জেলার আম দিয়ে বাংলাদেশকে বিশ্বে পরিচিত করা সম্ভব। ভৌগোলিক নির্দেশকের (জিআই) সঠিক ব্যবহারের মাধ্যমে তা নিশ্চিত করা সম্ভব। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের একটি রেস্টুরেন্টের ক্ষিরশাপাতি আমের ভৌগোলিক নির্দেশকের মাধ্যমে ব্র্যান্ডিং বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। জিল্লুর রহমান আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে আসবে আরও ২০ দিন পরে। কিন্তু এখানকার আমের নাম ব্যবহার করে বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন এলাকার অপরিপক্ব আম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এলাকার আম চাষিরা। তাই এখানকার ক্ষিরশাপাতি আমের ব্র্যান্ডিং প্রয়োজন এ জেলার ক্ষিরশাপাতি আমচাষিদের অনুরোধ করব, আপনারা এই আমের ব্র্যান্ডিং করেন। এতে বিশ্ববাজারে চাঁপাইনবাবগঞ্জের ক্ষিরশাপাতি আমের কদর বাড়বে।তিনি বলেন, আমি বিভিন্ন আমবাজারে গিয়ে দেখেছি, চাঁপাইনবাবগঞ্জে আম চাষিরা প্রতারিত হচ্ছে। কারণ এই জেলার বলে অন্য এলাকার আম বিক্রি করা হয়। এটি আমরা থামাতে চাই। আমাদের মূল উদ্দেশ্য, প্রকৃত ক্ষিরশাপাতি আমচাষিরা যাতে নায্যমূল্য পান। জিল্লুর রহমান বলেন, ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জের ক্ষিরশাপাতি আম জিআই পণ্য হিসেবে সনদ পেয়েছে। তবে আমরা ক্ষিরশাপাতি আমে এখনো জিআই সনদের স্টিকার লাগাতে পারছি না। তবে খুব দ্রুত তা ব্যবস্থা করছি। এতে আরও ভালোভাবে ব্রান্ডিং হবে চাঁপাইনবাবগঞ্জের ক্ষিরশাপাতি আমের। কর্মশালায় বিশ্ব মেধাসম্পদ সংস্থার লিগ্যাল অফিসার ম্যাটিও গ্রাগনানি বলেন, চাঁপাইনবাবগঞ্জের ক্ষিরসাপাত আমের সুনাম শুনেছি। তাই প্রজেক্টের কাজে এখানে আসা। আমার ইচ্ছে আছে এখানকার আম চাষিদের সঙ্গে কাজ করার। সঠিকভাবে কাজ করতে পারলে বিশ্বব্যাপী সুনাম ছড়িয়ে পড়বে ক্ষিরশাপাতি আমের। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জের ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব, শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীমসহ জেলার ৩০ জন আমচাষি উপস্থিত ছিলেন।#


Create Account



Log In Your Account