By: Admin
Sep 3, 2023

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি জামে মসজিদের মেহরাবের উপর দুটি টয়লেট ও দেয়াল লাগিয়ে ট্যাংকি নির্মাণের অভিযোগ উঠেছে মাদরাসা কমিটির বিরুদ্ধে। এনিয়ে মঙ্গলবার প্রতিকার চেয়ে উপজেল ানির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মসজিদ কমিটির সভাপতি রেহেসান আলী। ঘটনাটি ঘটেছে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া নুরেশ মোড় এলাকায়। এঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে টয়লেট নির্মাণে ধর্মীয় কোন সমস্যা নেই বলে দাবি করেছেন অভিযুক্ত মাদরাসা পরিচালক। এদিকে ঘটনাটি দ্রæত সমাধানে উদ্যোগে নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।অভিযোগে বলা হয়, গেল ২০০১ সালে বিদেশি সংস্থা রিয়াদ কার্যালয়ের বাস্তবায়নে মসজিদ ও কল্যাণমুখী প্রকল্পের আওতায় তারাপুর-শ্যামপুর সাহাপাড়া জামে মসজিদ স্থাপিত হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে কমিটির মাধ্যমে মসজিদটি পরিচালনা করা হয়। বর্তমানে প্রকল্পটির মেয়াদ শেষ হলে পাশেই গড়ে উঠা আল মাদরাসা আল আরাবিয়্যাহ মাদরাসা কর্তৃপক্ষ মসজিদটি দখলে নেয়ার চেষ্টা করে। এমনকি বাইরের মুসল্লিদের বাঁধা সৃষ্টি করতে মেহরাবের উপর টয়লেট নির্মাণ করে ধর্মীয় অনুভুতিতে আঘাতের সামিল এবং মসজিদের দ্বিতীয় তলায় মাদরাসার আবাসিক ভবন নির্মাণ করে শিক্ষার্থী ও শিক্ষকরা বসবাস করে আসছে।এতে মসজিদের সুষ্ঠ পরিবেশ নষ্ট হয়েছে। এছাড়া ও মসজিদের ভেতরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যাপর্যন্ত ক্লাস চালিয়ে আসছে মাদ্রাসা কর্তৃপক্ষ। অভিযোগে মসজিদটির মেহরাবের উপর হতে টয়লেট উচেছদ ও মাদরাসার আবাসিক ভবন সরিয়ে নামাজের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে দাবি জানানো হয়।স্থানীয় বাসিন্দা নুরেশ আলী (৮৩) বলেন, এলাকার মানুষের একমাত্র নামাজের জামে মসজিদ ছিল এটি। সে মসজিদের মেহরাবের উপর জোর করে মাদরাসা কর্তৃপক্ষ টয়লেট স্থাপন করেছে। সে টয়লেট থেকে নোংরা পানি গড়ে ইমামের মাথার ছাদের উপর পড়ছে।আবার যে ট্যাংকি নির্মাণ করা হয়েছে, সেটিও মসজিদের দেয়াল ঘেঁষা। এমন কর্মকান্ডের প্রতিবাদ করতে গিয়েও লাঞ্ছিত হতে হয়েছে তাদের।আল মাদরাসা আল আরাবিয়্যাহ মাদরাসার অধ্যক্ষ শুয়াইবুর রহমান বলেন,মাদরাসায় প্রায় দুই’শ উপরে শিক্ষার্থী রয়েছে। বাইরে দুটি টয়লেট থাকলেও রাতের বেলা ভয়ে বাইরে যেতে পারেনা শিশুরা। ফলে অনেকে ঘরে ও সিঁড়িতে টয়লেট করে মাদরাসার পরিবেশ নষ্ট করে। তাদের কথা চিন্তা করে নতুন দুটি টয়লেট নির্মাণ করা হয়েছে।এতে মসজিদের কোন সমস্যা হবে না।মাদাসার পরিচালক আবদুর রউফ অভিযোগ অস্বীকার করে বলেন,বড় বড় আলেমদের ফতোয়া নিয়ে ছাদে টয়লেট ও ট্যাংকি নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন,অভিযোগ পেয়ে সুষ্ঠ সমাধানের জন্য উভয় পক্ষকে নোটিশ করা হয়েছে। শিগগির বিষয়টি সমাধান করা হবে।#

 


Create Account



Log In Your Account