By: Admin
Sep 30, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধীনস্থ ডিএমসি বিওপির একটি টহলদলের অভিযানে আড়াই কেজি হেরোইন আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আষাড়িয়াদহ ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম দিয়াড় মানিক চর ডিএমসি এলাকায় এ অভিযান চালানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি টহলদল দিয়াড় মানিক চর গ্রামের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের পূর্বতথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। গভীর রাতে একজন ব্যক্তিকে মাথায় একটি বস্তা নিয়ে আসতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করলে সে বোঝাটি ফেলে ভুট্টা ক্ষেতের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ওই বস্তার মধ্যে থেকে ২ কেজি ৫শ গ্রাম ভারতীয় হেরোইন আটক করে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর সদস্যরা সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে।#

 


Create Account



Log In Your Account