চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলামের লাশ দাফন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় একবরপুর সরকারী গোরস্থান এলাকায় সহকারী কমিশনার (ভুমি) জোবায়ের হোসেন ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যদা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রানা সহ বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। এসময় স্থানীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রমহান মিজান বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনের খরচ বাবদ ইসদ ১০ হাজার টাকা তার সন্তানের হাতে তুলে দেন। অত:পর জানাজা শেষে একবরপুর সরকারী গোরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় অংশ গ্রহন করেন জেলা, উপজেলা , ইউনিয়নের পর্যাযের মুক্তিযোদ্ধাদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার সহ¯্রাধীন মানুষ। উল্লেখ্য যে তিনি বাধক্য জনিত কারণে অসুস্থ হয়ে গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকাল ৩টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকালে একবরপুর-পাকাটোলা এলাকায় মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয়েছে।#