By: Admin
Feb 16, 2023

সাইদুররহমান, রাজশাহী:রাজশাহী মেট্রোপলিটনপুলিশের(আরএমপি) বোয়ালিয়ামডেল থানারওসিমাজহারুলইসলামকেঅবশেষেবদলিকরাহয়েছে। গতকালবৃহস্পতিবারপুলিশসদর দপ্তরের এক আদেশেতাকেরংপুরেবদলিকরা হয়। এ আদেশের পরতারব্যাপারেমুখখুলতেশুরুকরেছেন স্থানীয়রা।ওয়ারেন্টভুক্ত আসামিদের সঙ্গে গোপন বৈঠক ওভাষাসৈনিকপুত্রকেবø্যাকমেইলের চেষ্টারঅভিযোগসহবেরিয়েআসছেচাঞ্চল্যকরনানাতথ্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ২২ জানুয়ারিআরএমপির বোয়ালিয়ামডেল থানায় যোগদানকরেনমাজহারুলইসলাম। এরপর থেকে চলতি ফেব্রæয়ারিমাসপর্যন্তবোয়ালিয়াথানাএলাকায়অন্তত ১০টি হত্যাকাÐসংঘটিত হয়।হত্যাকাÐগুলোরমধ্যেনগরীরনিউমার্কেটএলাকায়ক্ষুদ্র ব্যবসায়ীরিয়াজখুনেরঘটনাটিছিলচাঞ্চল্যকর। খুনহওয়ার এক ঘণ্টাআগে বোয়ালিয়া থানায়গিয়েনিরাপত্তা চেয়েজিডিকরেনরিয়াজ। তবেতার সঙ্গে দুর্ব্যবহারকরেতাকে থানা থেকে বেরকরে দেন ওসিমাজহারুল।এরঘণ্টাখানেকপরই বোয়ালিয়া থানাধীনশিরোইলপুলিশফাঁড়িরসামনেতাকেনৃশংসভাবেকুপিয়েহত্যাকরেসন্ত্রাসীরা। আসামিদের গ্রেপ্তারনাকরেবিষয়টিধামাচাপা দেয়ার চেষ্টাওচলে। কিন্তু সামাজিক আন্দোলনেরফলে সেটি সম্ভব হয়নি।অভিযোগ উঠেছে, আদালতেরআদেশনা মেনে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের সঙ্গে গোপনেমিটিংকরতেনমাজহারুলইসলাম। হয়রানিকরতেননিরীহমানুষদের। নগরীরবিভিন্ন হোটেলেখাবার খেয়েবিল দিতেননাতিনি। জড়িতছিলেনচাঁদাবাজির সঙ্গে। মাদকব্যবসায়ীদের সঙ্গেও ছিলতারসখ্যতা।অবৈধটাকায়তিনিবিপুলসম্পদেরওমালিকহয়েছেন।

তবেরাজশাহী জেলাআইন শৃঙ্খলাকমিটিরগত ৩টি সভায়ধারাবাহিকভাবেমাজহারুলইসলামেরবিরুদ্ধে বেশকিছুগুরুতরঅভিযোগ তোলেনভাষাসৈনিকপুত্রও রাজশাহীপ্রেসক্লাবসভাপতিসাইদুররহমান। সভায়তিনিবলেছিলেন, ‘আমারবিকাশঅ্যাকাউন্টহ্যাককরে৪৯ হাজারটাকাচুরির সঙ্গে ওসিনিজেইজড়িত। যে কারণেসিসিটিভিফুটেজ ও বিকাশ স্টেটমেন্টসহ থানায়মামলাহলেওঘটনার ৫মাসেওতিনিআসামিদের গ্রেপ্তারকরেননি।মামলার তদন্তেরব্যাপারে খোঁজখবরনিতে থানায় গেলেআমার সঙ্গে দুর্ব্যবহারকরেন। এ সময়হুমকিদিয়েআমাকেবø্যাকমেইলের চেষ্টাওচালানওসি।’বদলিরঘটনায়পুলিশেরউচ্চপর্যায়ের প্রতি কৃতজ্ঞতাপ্রকাশকরেসাইদুররহমানবলেন, শুধুবদলিইযথেষ্টনয়, মাজহারুলইসলামের সব অপকর্মেরতদন্তকরেতারবিরুদ্ধে শাস্তিমূলকব্যবস্থা গ্রহণকরতেহবে। তারনামে বেনামেঅবৈধসম্পদেরব্যাপারে দুদকেরতদন্তহওয়াপ্রয়োজন।#

 

 


Create Account



Log In Your Account