শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চলে গেলেন না ফিরার দেশে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান(৭৫) তিনি গত বুধবার বিকাল ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না এলাহির রাজেউন) তিনি উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের মরহুম হুসেন আলির ছেলে। বৃহস্পতিবার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত ও থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় মর্যদা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মনাকষা ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের থানা সভাপতি মাহবুবুর রহমান মিজান। রাষ্ট্রীয় মর্যদা প্রদানের পর আম বাগানে জানাজার পর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার জানাজায় অংশ গ্রহন করোন বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশার মানুষ।মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। #