চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন লহলামারী সাহেব গ্রামে পূর্ব শত্রুতার জেরে আম ফল পেড়ে নিয়েছেন প্রতিপক্ষরা । অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে ০৩/০৮/২৩ তারিখ সকাল ছয়টায় সময় দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় প্রকাশ্যে জোরপূর্বক প্রায় ৮০ মন ফুড বেগিং করা আশ্বিনা আম ফল পেড়ে নিয়ে যায় ০১। সাইদুর রহমান (৫৫) ২। আবু কায়েম (আকুল) উভয়ের পিতা মৃত রাখিমুদ্দিন ৩। ইদিল আলী (২২) পিতা মোঃ জাব্বার আলী ৪। মোঃ আশিক আলী (১৮) পিতা মোঃ রাব্বানী ৫। মোঃ কারিম আলী (২২)পিতা মোঃ রেজাউল হক সর্ব সাং লহলামারী সাহেব গ্রাম থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ বাদি মমিনুল ইসলাম জানায়, আমি লহলামারী সাহেব গ্রামের আবু তোফায়েলসহ পাঁচ ভাইয়ের অংশ আম বাগান ক্রয় করি ০৩/০৮/২৩ ইং আমার আমবাগানে জোর পূর্বক প্রবেশ করে আমার আমবাগানের ৮০ মন আম ফল পেড়ে নিয়েছেন সাইদুর রহমানসহ তার সংগীয় ৬/৭ আমি ও আমর পরিবারবর্গ তাদের আম ফল পাড়ায় বাঁধা দিতে গেলে আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দেন সাইদুরসহ তার সংগীয়রা। এহেন অবস্থায় আমি ও আমার পরিবারবর্গ আতংকে বসবাস করছি এমন অবস্থায় আমি ও আমার পরিবারকে সুরক্ষার জন্য শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি অভিযুক্ত সাইদুর রহমানের সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তিনি বারবার ফোন রিসিভ না করে লাইনটি বিচ্ছিন্ন করে দেন।এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ জানান, জোরপূর্ব আমপারা বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।#