By: Admin
Dec 5, 2024

 শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:“অর্থনৈতিক শুমারীতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন” এ শ্লোগানকে সামনে রেখে  শিবগঞ্জে চারদিন ব্যাপি শুরু হয়েছে অর্থনৈতিক শুমারীর-২০২৪ এর মুল শুমারীর গণনাকারী ও সুপারভাইজানদের প্রশিক্ষণ কর্মশালা। বৃগষ্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে বিআরডিবি’র সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান আল ইমরান।উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহিন আকতারের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ইউসিসিএ লিঃ এর সভাপতি সাব্বির আহমেদ।উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে অর্থনৈতিক শুমারীর-২০২৪ এর মুল শুমারীর গণনাকারী ও সুপারভাইজানদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এই প্রশিক্ষণ শেষ হবে ৮ ডিসেম্বর। গণনাকারী ও সুপারভাইজানরা মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত।অর্থনৈতিক শুমারীর-২০২৪ এর মুল শুমারীতে  উপজেলায় ১০ জন জোনাল অফিসার, ১০ জন আইট সুপারভাইজার, ৬৮জন সুপারভাইজা ও ৩৫৭জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করবেন।
এদিকে, উদ্বোধনী সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান আল ইমরান বলেন, প্রতিটি রাষ্ট্রে তথ্যেও ভান্ডার রয়েছে। যা দেশকে পরিচিত করে দিতে পারেন। দেশকে পরিচিত বা উন্নয়ন দেশ হিসেবে তুলতে ধরতে হলে আমাদের আগে তথ্য বাতায়ন সম্পূর্ণ করতে হবে। আমাদের দেশকে যখন বাইরের রাষ্ট্রে তুলে ধরবো তখন তথ্য বহুল প্রমাণাদি প্রকাশ করতে হবে। ডিজিটাল যুগে অন্য রাষ্ট্র তখন নিজেরাই দেখেন নিবেন এবং বাংলাদেশ তথ্য বাতায়ন রাষ্ট্র বা পরিপূর্ণ উন্নয়ন রাষ্ট্র হিসেবে সহজে মেনে নিবে। কেননা, বাইরের রাষ্ট্র মুখের কথায় নয়, বরং তারা সঠিক তথ্য প্রমাণাদিতে বিশ^াসী। আমরা আশা করবো শিবগঞ্জ উপজেলাবাসী অর্থনৈতিক শুমারীর-২০২৪ এর মুল শুমারীর গণনাকারী ও সুপারভাইজানদের কাছে সঠিত তথ্য দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন।#

 

 

 


Create Account



Log In Your Account