By: Admin
Mar 27, 2023

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে এক জেলের বড়শিতে ২৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে।রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ-সংলগ্ন ঘোলারচর এলাকায় স্থানীয় জেলে আবুল ফয়েজের বড়শিতে মাছটি ধরা পড়ে।জানা গেছে, মাছটি সাড়ে ২৭ হাজার টাকায় টেকনাফ পৌরসভার মাছ বাজারের ভাই ভাই ফিশিংয়ের আড়তদার মোহাম্মদ আমিন কিনে নেন।সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম এসব তথ্য নিশ্চিত করেন।জেলে আবুল ফয়েজ জানান, প্রায় ছয় বছর ধরে নাফ নদীতে নৌকা নিয়ে মাছ ধরা বন্ধ আছে। শাহপরীর দ্বীপের ঘোলারচরে বসে নাফ নদীতে সকালে বড়শি ফেলেন তিনি। প্রায় ২০ মিনিট পর তিনি বড়শি টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু বড়শি ভারী মনে হওয়ায় আরও একজনের সহযোগিতা নেন। পরে বড়শি টেনে তুলে দেখেন একটি কোরাল মাছ। মাছটির ওজন ছিল ২৫ কেজির মতো। মাছটি তিনি ২৪ হাজার টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী জালালের কাছে বিক্রি করেন।মাছ ব্যবসায়ী মোহাম্মদ জালাল বলেন, টেকনাফ পৌরসভার মাছ বাজারে দুপুরের পর প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে সাড়ে ২৭ হাজার টাকায় মাছটি ভাই ভাই ফিশিংয়ের আড়তদার মোহাম্মদ আমিনের কাছে বিক্রি করেন। মাছটি টেকনাফে নিয়ে বিক্রি করে তাঁর সাড়ে তিন হাজার টাকা লাভ হয়েছে।এ ব্যাপারে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বিভিন্ন সময় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলায় প্রজনন মৌসুমে ডিম ছাড়ার পাশাপাশি মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। কোরাল দ্রæত বর্ধনশীল মাছ। মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কোনো কোনো সময় এর চেয়েও বেশি ওজনের কোরাল পাওয়া যায়। নাফ নদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। চাহিদা থাকায় সব সময় এই মাছ ভালো দামেই বিক্রি হয়।#

 


Create Account



Log In Your Account