চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মসংস্থান সৃষ্টিতে নারীদের প্রশিক্ষণের লক্ষে ১৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধিদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় তিনি বলেন, নারীদের জন্য সম্মানজনক জীবিকা উপার্জনের পথ তৈরি করতে জাতীয় মহিলা সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উৎসাহী নারীদের স্বাবলম্বী করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সেলাই মেশিনের প্রশিক্ষণ নিতে আসা নারীদের কাজ শেখার পরিবেশকে আর একটু মসৃণ করতে ক্ষুদ্র এই উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম ও জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সুফিয়া বেগমসহ অন্যরা।#