By: Admin
Jun 1, 2023

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে কারবালা মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষ শিবগঞ্জ থানায় মামলা করেছেন। এক পক্ষের বাদি আক্তারা খাতুন। অপর পক্ষের বাদি উম্মে কুলসুম। জানা গেছে- সকাল সাড়ে সাতটার দিকে একই পাড়ার মোস্তফা, শাহাদাত হোসেন, রাকিব আলি, সেরিনা বেগম, বাহার আলি, হাদি আলি সহ  ১৪-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অনাধিকারভাবে আক্তারার দাদার বাড়িতে আমিনুল ইসলাম প্রবেশ করে কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরত্বর জখম করে। এতে ছেলে আজিজুল ইসলাম, মোসলেমা বেগম, ভোদু মন্ডল, সেলিম রেজা, লুটু আলি গুরুতর জখমপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হলে ভোদু, আজিজুল ইসলাম ও মোসলেমা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহাদাত হোসেন বলেন, পূর্বশত্রæতার জেরে আমিনুর রহমান মংলু হাজি, তার ছেলে আজিজুল বাবুসহ ১৪-২০ জনের একটি সন্ত্রাসী দল আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। এ সময় মোস্তাফা, সাখায়াত হোসেন, ফজলে রাব্বী, আহত হন। বর্তমানে শাহাদাত হোসেন, মোস্তাফা ও সাখাওয়াত হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে আক্তারা খাতুন বলেন, সকালে হঠাৎ আমাদের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। এতে ৮-১০ জন আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি তদন্ত করে কঠোর আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন সরকার বলেন, জমি সংক্রান্তে বিরোধে উভয় পক্ষ মামলা দায়ের করেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে।


Create Account



Log In Your Account