চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জামাত ইসলামী শিবগঞ্জ উপজেলা ব্যাপি দাওয়াতি সমাবেশ চলছে। তারই ধারাবাহিকতায় ৮ নং বিনোদপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড একসাথে মিলে সোমবার বিকেল ৫টায় বিশ্বনাথপুর বাখোরালী বাজারে সমাবেশটি অনুষ্ঠিত হয়। উক্ত দাওয়াতি অনুষ্ঠানে বিনোদপুর ইউনিয়নের আমির অধ্যাপক রেজাউল করিম মিছিলর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর এর আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, শিবগঞ্জ উপজেলার সাবেক দুইবারের সফল চেয়ারম্যান এবং আগামী জাতীয় সাংসদ নির্বাচন চাঁপাইনবাবগঞ্জ ১(শিবগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সাংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা কেরামত আলী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলাা জামাতের নায়েবে আমির ও শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ জাফর আলী,শিবগঞ্জ উপজেলা সেক্রেটারী অধ্যাপক মোঃ আব্দুল মান্নান, বিনোদপুর ইউনিয়নের সহকারী সেক্রেটারী মোঃ জুবায়ের আলী প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে ড.কেরামত আলি বলেন, ছাত্রদের মাধ্যমে অর্জিত বিজয় রক্ষা করার জন্য আমাদের সৈনিকের ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন দেশে গণতন্ত্রের নামে একদলীয় শাসন শুরু হয়েছিল আজ থেকে ১৬ বছর পূর্বে। দেশের সকল সেক্টরে ছিল দলীয়করনের দৃশ্যমান চিত্র। মামলা, হামলা, এমনকি জেলে পুরে রাখতেও শেখ হাসিনার সরকার পিছপা করেনি।আর কোন জুলুমবাজ সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।আগামীর সরকার হবে জনগণের সরকার, মজলুম আলেম-ওলামাদের সরকার। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সৎ লোককে নির্বাচিত করতে হবে। আপনি ভোট দিয়ে যাকে নির্বাচিত করবেন সে যেন সৎ হয়।#