By: MD. Admin
May 14, 2025

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিভিন্ন এলাকায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারকে সাড়ে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ২৭ হাজার ৫’শ টাকা ও পানিতে ডুবে নিহত ২ জন পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। আর্থিক অনুদানের চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুল হক রানা, চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া ও দূর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আজমসহ অন্যরা।

 


Create Account



Log In Your Account