শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, শিবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ জোবদুল হকসহ অন্যরা। এছাড়া ইউপি চেয়ারম্যানসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা। সভায় উপজেলার বিভিন্ন সড়কের যানজট, অবৈধ স্থাপনা, পানি নিস্কাশন, মাদক, বাল্যবিয়ে, চোরাচালান রোধ ও কিশোর গাং দমনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।