সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২৩ সেপ্টেম্বর ১৭:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের বুড়িপুকুর পুসকুনী নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সাগর আলী (২০), পিতা- মোঃ সাহেব আলী, সাং- হরিপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’ কে ফেন্সিডিল-১৩৬ বোতল এবং ইজিবাইক-১টি সহ হাতে নাতে গ্রেফতার করে। আটককৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উল্লেখিত সময় একটি মাদকের চালান সরবরাহ করা হবে। এর ভিত্তিতে কোম্পানির আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা তার হেফাজতে থাকা ইজিবাইকের ছাদের উপর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৩৬ বোতল ফেন্সিডিল বহনের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।#