By: Admin
Jul 6, 2024

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশের মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহযোগিতায় আম চাষীদের কল্যাণে সচেতননতার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৫ জুলাই) সকাল ১১টায় শুরু হয়ে জুম্মার নামাজ ও দুপুরের লাঞ্চ শেষে বৈকাল সাড়ে ৪ টা পর্যন্ত আলোচনা চলে।আলোচনা সভায় তোহাখানা গেস্ট হাউসে অধ্যক্ষ মাওলানা জোবদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশের মানবাধিকার বাস্তবায়ান সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও অবঃ জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশের মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ মোহাঃ মায়োজ্জেম হোসেন মেহেদী, জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মতিন, আঞ্চলিক উদ্যানত্ত¡ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বৈজ্ঞানিক কর্মকর্তা সালেহ উদ্দিন,এ্যাড.মোঃ আসলাম-উদ-দৌলা, নাচোল গোমস্তাপুর ভোলাহাট উপজেলার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ,বিভিন্ন উপজেলার আম চাষীরা।আলোচনা সভায় বিভিন্ন পেশার ৪০জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি বক্তব্য বাংলাদেশের মানবাধিকার বাস্তবায়ান সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও অবঃ জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী বলেন, বিভিন্ন সিন্ডিকেটের কাছে আম চাষিরা জিম্মি হয়ে পড়েছে।এখান থেকে উত্তোরণের জন্য বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলার তিনটি আসনের জাতীয় সংসদ সদস্যগণের সাথে দেখা করে নিয়ে আম চাষিদের অধিকার আদায়ের পক্ষে ব্যবস্থা গ্রহণে অনুরোধ করতে পরমর্শ দেন। এছাড়াও আমের উৎপাদন, ওজন সঠিক দেয়া,৫২ কেজির পরিবর্তে সাড়ে ৪২ কেজিতে মন দেয়া বা নেয়া,আম সংরক্ষণ বা হিমাগারের ব্যবস্থা করা,বাজারজাতকরণসহ রাস্তার যানজট ও বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।#

 


Create Account



Log In Your Account