By: Admin
Oct 9, 2023

মুঃ শফিকুল ইসলাম,গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: রহনপুর পুর্নভবা মহানন্দা আইডিয়াল কলেজে একাদশ ও বিএ (পাস)  প্রথম বর্ষ ২৩ ২৪  শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের রোববার সাড়ে ১০টায় কলেজ হলরুমে ওয়ারেন্টিয়েশন ক্লাস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজ অধ্যক্ষ  ইমতিয়াজ মাসরুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার জন্য অনুপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি শেখ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সাবেক উপাধাক্ষ বীর মুক্তিযোদ্ধা আলহাজে মকবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি জ্যেষ্ঠ প্রভাষক শাহরিয়ার হোসেন। বক্তব্য রাখেন, যথাক্রমে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, জীববিজ্ঞান বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক ডক্টর মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেন আইসিটি প্রভাষক আবু রায়হান।#


Create Account



Log In Your Account