By: Admin
Dec 24, 2023

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে। এ হামলায় স্বতন্ত্র প্রার্থীর ছয়জন সমর্থক আহত হয়েছেন।রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার হরিরামপুর উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান দাবি করেন, সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মমতাজ বেগমের সমর্থকেরা এই হামলা করেছে। অন্যদিকে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান উল্টো অভিযোগ করেন, দলের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর সমর্থকেরা তাকে পিস্তল বের করে ভয়ভীতিসহ হত্যার হুমকি দিয়েছেন।জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মমতাজ বেগম ও তার সমর্থকেরা মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন। অন্যদিকে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু ও তার সমর্থকরাও নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনের মাঠে এই দুই প্রার্থীর কর্ম-সমর্থকদের মাঝেও বিরাজ করছে উত্তেজনা। আজ বিকেলে ও সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে দুই দফায় উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল চারটার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের ছেলে নবীনূর দেওয়ানের নেতৃত্বে পাঁচ থেকে ছয়জন পিস্তল বের করে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান বিপ্লবকে ভয়-ভীতিসহ হত্যার হুমকি দেয়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে মমতাজ বেগমের সমর্থকদের সঙ্গে হট্টগোল বাধে। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যার দিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর সন্ধ্যার দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ও সহকারী রিটানিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেন নৌকা প্রার্থীর সমর্থক আবিদ হাসান বিপ্লব। অন্যদিকে সন্ধ্যায় উপজেলা চত্বরে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের পক্ষে ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল বের করেন। মিছিল শেষে পুনরায় ওসি ও সহকারী কমিশনার (ভূমি)উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদ টুলুর নেতাকর্মীদের ওপর হামলা করেন। এ সময় যুবলীগ কর্মী আফজাল হোসেন, লিটন ভূইয়া, মাসুদ রানা এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী হৃদয় আহমেদ, অভি সূত্রধর ও মিঠুন সরকার আহত হয়। এর মধ্যে হৃদয় আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দেওয়ান সাইদুর রহমান জানান, নৌকার সমর্থক আবিদ হাসান বিপ্লব ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানের নেতৃত্বে পরিকল্পিতভাবে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। হামলায় হৃদয় আহমেদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের লোকজন নির্বাচনের পরিবেশ নষ্ট করছে  স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের সমর্থক ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান বিপ্লব জানান, আওয়ামী লীগের নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন করলে তাকে মেরে ফেলার হুমকি দেন চেয়ারম্যান সাইদুর রহমানের ছেলে নবীনুর দেওয়ান। হরিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম জানান, নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই পক্ষের লোকজনকে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচার-প্রচারণা করার জন্য বলা হয়েছে।#


Create Account



Log In Your Account