চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্তে ভারতে পাচারের সময় একটি ফেলে যাওয়া ব্যাগ থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্বার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে সীমান্ত পিলার ২৩/৮ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রাম থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন।বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে বিজিবি সদস্যরা বাখের আলী গ্রামে ওঁৎ পেতে বসে থাকেন। এ সময় একটি ব্যাগ হাতে এক ব্যক্তিকে আসতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ১০টি স্বর্ণের বারসহ ব্যাগটি ফেলে সেখানে থাকা কাশবনে পালিয়ে যান চোরাকারবারি। লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান, ওই এলাকা চরাঞ্চল হওয়ায় ঘন কাশবনে বেষ্টিত। এছাড়া বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ চরাঞ্চলই প্লাবিত। যে কারণে চোরাকারবারিকে ধাওয়া করার পর তিনি হাতের ব্যাগটি ফেলে ঘন কাশবনের মধ্যে লুকিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।#