By: Admin
Mar 9, 2023

এম.এস.আই শরীফ,ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০টায় একটি শোভাযাত্রার র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষ্যে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রেজওয়ানুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন,  জয়িতা মোসাঃ শারমিন আক্তার, তথ্য বিষয়ক মোসাঃ নাসরিন খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মোসাঃ আনজু আরা খাতুন, ব্র্যাক সেল্প অফিসার মোঃ গোলাম আজমসহ অন্যরা। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তারা নানাদিক তুলে ধরে বক্ত্য রাখেন।#

 


Create Account



Log In Your Account