শফিকুল ইসলাম,গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: "নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ" শ্লোগান কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ (২৪ থেকে ৩০ জুলাই ২০২৩) উদযাপন করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালী রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ি কমিটির সদস্য মুঃ জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার সুমিতা খাতুন, উপজেলা প্রানী সম্পদ অফিসার কাওসার আলি, জেলা পরিষদ সদস্য সাবিহা সবনম কেয়া, উপজেলা প্রেসক্লাব আতিকুল ইসলাম আজম, মৎস্য চাষি ইমরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয় এবং আলোচনা শেষে
উপজেলা পুকুরে মাছ অবমুক্ত করা হয় ।#