By: MD. Admin
May 4, 2023

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা খায়রুল আলম জেমকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উদয়নমোড় এলাকায় এই ঘটনা ঘটে। খায়রুল আলম জেম জেলার শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জেলা যুবলীগের সদস্য। জেম জেলার শিবগঞ্জ পৌরসভার মর্দানা এলাকার এডু মাষ্টারের ছেলে। এঘটনায় শহরে নেতা-কর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার দুপুরে নিহত জেম এর লাশ নিয়ে রাস্তায় বিক্ষোভ করেছে নেতা-কর্মীরা। সন্ত্রাসী হামলাকারী ও জড়িতদের বিচারের দাবীতে মিছিল ও মানববন্ধন করেছে আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা। দুপুরে জেলা আওয়ামীলীগ অফিসের সামনে এই মানববন্ধন হয়। এতে আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা অংশ নেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ইফতার সামগ্রী কেনার জন্য উদয়ন মোড়ে যান জেম। এসময় ৫-৬ জন প্রতিপক্ষরা ধারলো অস্ত্র দিয়ে এলোপাথারী আঘাত করে তাকে। গুরুত্বর যখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে সাড়ে ৭ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, রাজনৈতিক বিরোধের জের ধরে খায়রুল আলম জেমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দোষীদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মুনিরা খাতুন বলেন, বুধবার সন্ধ্যার দিকে কয়েকজন যুবক খায়রুল আলম জেমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। জেমের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্নসহ পায়ের একটি আঙ্গুলও কাটা ছিলো।

খায়রুল আলম জেমের মরদেহ দেখতে হাসপাতালে তাৎক্ষনিক ছুটে জান চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ। সে সময় তিনি সাংবাদিকদের বলেন, পুলিশের একজন ডিআইজির মদদে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের পালিত সন্ত্রাসীরা খায়রুল আলম জেমকে হত্যা করেছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ আওয়ামীলীগের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন বলেও দাবি করেন তিনি। একের পর এক সন্ত্রাসী হামলা এবং খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড় এলাকায় আলম হোসেন (৫০) নামে স্থানীয় এক ইউপি সদস্যকে দিনদুপুরে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। #

 


Create Account



Log In Your Account