By: Admin
Mar 16, 2023

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাসকো কর্তৃক ত্রৈমাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নাচোল পৌরসভা মিললায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। নাগরিক জোটের সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাসকো পানি সম্পদ কর্মসুচীর আঞ্চলিক সমন্বয়কারী সেলিম রেজা, পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের (সি এম) বেল্লাল হোসন , নাগরিক জোটের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর আযম, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বাবু, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এনামুল হক, উপজেলা মহিলা আ”লীগের সভানেত্রী রঞ্জনা রাণী ফুনসী,ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়শ্রী প্রামানিক, এসময় ডাসকো যুক্ত প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিলেটর ম্যানুয়েল হেরম,ফেরদৌসি খাতুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি সঞ্চলনা করেন ডাসকো যুক্ত প্রকল্পের এরিয়া কো-অডিনেটর রুহুল আমিন। সভায় পানি ব্যবস্থাপনা বিষয়ে পৌর এলাকার জনগণ যেন সবসময় পানি পায় সে বিষয়ে সংলাপ শুরু হলে পরে মেয়র আগামী রমজান মাসের শুরুতে সমস্যাহীন ২টি ওয়ার্ডে ২৪ ঘন্টা পানি সরবরাহের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন এবং পর্যায় ক্রমে পুরো পৌরসভাকে ২৪ ঘন্টা বিশুদ্ধ পানি সরবরাহ করার অঙ্গীকার ব্যাক্ত করেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উঠে এলে মেয়র নাচোল উপজেলা থেকে বাসস্ট্যান্ড মোড় পর্যন্ত শিঘ্রই ড্রেনেজ ব্যবস্থাসহ ফুটপাত তৈরীর কথা বলেন ।#


Create Account



Log In Your Account