By: Admin
Dec 18, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার দেবীনগরে গ্রীষ্মকালীন পেঁয়াজের ওপর কৃষক ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ‘গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়।প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রোমোটিং এগ্রিকালচার কমার্সিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজস (পেস) প্রকল্পের আওতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।মাঠ দিবসে বক্তব্য দেন, প্রয়াসের পেস প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ জহুরুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ, প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইপি প্রজেক্টের ইনভায়রনমেন্ট অফিসার ইকবাল মাহমুদ, পেস প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর আব্দুল মোমিন।#


Create Account



Log In Your Account