By: Admin
Mar 8, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃশিবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে এক বছর ও দুজনকে তিনমাস করে বিনাশ্রম কারাদÐ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার সাত্তার ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। দÐপ্রাপ্তরা হল- উপজেলার উজিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আজিজুল হক (৪৫), একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন (২৪) ও বাবুপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে বারিউল ইসলাম (২৫)। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, পদ্মা নদী থেকে অসাধু ব্যবসায়ীরা বালু উত্তোলন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে উপজেলার সাত্তার ঘাট এলাকায় অভিযান চালিয়ে ট্রাক্টর মালিকসহ তিনজনকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজিজুলকে এক বছর, হেলাল ও বারিউলকে তিন মাস করে বিনাশ্রম কারাদÐ দেয়া হয়। জনস্বার্থে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান, কয়েক দফা অভিযান চালানোয় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অনেকটা কমেছে। তবে পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।শিবগঞ্জ থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।#

 


Create Account



Log In Your Account