By: Admin
Sep 18, 2023

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রথম আনারস চাষী আব্দুল জাব্বার আনারস চাষের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটাতে যাচ্ছেন। তার স্বপ্ন পূরণ হবে বলে মন্তব্য কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাদের।আব্দুল জাব্বার  জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাশর আলির ছেলে। ভোলাহাট ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাসের শিক্ষক।সরেজমিনে গিয়ে দেখা মেলে আব্দুল জব্বারের কৃষি-কৃতী কর্মের কারিশমা। তিনি বলেন, শিক্ষকতার পাশাপাশি আমি কৃষি কাজ করতে খুব পছন্দ করি। গত বছর আমার ফুফাতো ভাই তুহিন খাগড়াছড়ি থেকে বেড়াতে এসে আমার কাটিমন আমের বাগানে ঘুরার সময় তিনি আনারস চাষে উৎসাহ দেন। আমি খাগড়াছড়ি গিয়ে তার কাছ থেকে জলডুবি জাতের আনারসের চারা প্রতিটি পাঁচ টাকা দরে ২৬ হাজার চারা ক্রয় করে নিয়ে আসি এবং গত এপ্রিল২৩ মির্জাপুর মাঠে এক একর ১৩ শতক জমিতে কাটিমন আমের বাগানে আনারসের চারা রোপন করি। রোপনের সময় আমি বেশির ভাগ জৈব সার প্রয়োগ করি। আব্দুল জাব্বার বলেন, একই জমিতে কাটিমন আমবাগানের পাশাপাশি আম-আনারসের বাগান করেছি। সামনে ডিসেম্বর মাস হতে গাছে আনরস ধরতে শুরু করবে এবং এপ্রিল/মে মাস হতে বিক্রি করতে পারবো। আমার পর্যন্ত খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা। আরো প্রায় এক লাখ টাকা খরচ হবে। কিন্তু আনারস বিক্রি করে আমার আয়ের লক্ষ্য ধরেছি প্রায় ১০ লাখ টাকা। তাছাড়া আমার ২৬ হাজার আনারস গাছ হতে আগামী মার্চ/এপ্রিল২৪ মাসের দিকে চারা থেকে প্রায় দুই লাখ টাকা আয় হবে। এখন থেকেই আনেকেই চারার জন্য ঘুরাঘুরি করছে। তাছাড়া একই জমিতে কাটিমনসহ বিভিন্ন জাতের প্রায় শত ঝাড় আমগাছ আছে। গত বছর প্রথমবার প্রায় ১৬ হাজার টাকার কাটিমন আম বিক্রি করেছি এবারও ১৬ হাজার টাকার বিক্রি করেছি। গত শক্রবার দিবাগত রাতে প্রায় ২৫ হাজার টাকার কাটিমন আম চুরি করে নিয়েছে।এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফুল ইসলাম বলেন, আনারসের মধ্যে জলডুবি জাতের আনারস সবদিক দিয়ে ভাল। কলেজ শিক্ষক আব্দুল জাব্বার জাতের আনারস চাষ করেছেন। কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে তাকে সব ধরনের পরামর্শ সহযোগিতা করছি। তাছাড়া ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার রিয়াজ উদ্দিন তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তার সফলতা শুধু সময়ের ব্যাপার।গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক ডঃ পলাশ সরকার তার একই জমিতে আনারস কাটিমন আমবাগান পরিদর্শন করেছেন এবং তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন।#


Create Account



Log In Your Account