মু: শফিকুল ইসলাম,গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ আন্তর্জাতিক জাতীয় দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এক ফায়ার মোহড়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় রহনপুর আহমদি বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের ছাত্রদের নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর অফিসের আয়োজনে এই মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, রাইসুল ইসলাম, রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক আঃ মতিন, গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ রেজাউল ইসলাম, ডাসকো ফাউন্ডেশন এর ইউনিট ম্যানেজার আবুল বাসার, এফ এফ - এইচ আর, জুয়েল রানা প্রমুখ।#