By: Admin
Apr 23, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শাহাবাজপুরে অগ্নিকান্ডে তিনটি বাড়ি পুড়ে ভস্মিভুত হয়েছে। গত শনিবার(২০ এপ্রিল) রাত ১১টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মামলোত হোসেন ও তার দুই ভাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগীরা অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৮ লাখ টাকা দাবী করলেও শিবগঞ্জ ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির পরিমান প্রায় পাঁচ লাখ টাকা ও উদ্ধার করা হয়ছে প্রায় ১০লাখ টাকার মালামাল বলে জানিয়েছে। ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক মামলোত হোসেন জানান, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে তাদের তিন ভাইয়ের বাড়ির চারটি সেমিপাঁকা ঘর,তিনটি কাঁচা ঘর,সাতটি বসতঘর ও দুইটি গোয়াল ঘর ও ঘরের মধ্যে থাকা সব আসবাবপত্র, নগদ টাকা,সোনার গয়না,সহ পুড়ে ভস্মিভুত হয়েছে। এ অগ্নিকান্ডে তার নগদ এক লাখ টাকা,সোনা ও আসবাবপত্র সহ মোট ১২লাখ টাকার ক্ষতি হয়েছে। তার ভাই জিয়াউর রহমান ও আলতাফ হোসেন  বাদল জানান, তাদের নগদ ৩০হাজার টাকা করে ৬০ হাজার টাকা, শয়ন ঘর, গোয়াল ঘর ও রান্না ঘর ও আসবাবপত্র সহ মোট ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী  রমজান আলি জানান ,রাতে অগ্নি শিখা দেখে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হলে স্থানীয়রা তাদের সহায়তায়  আগুন নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে শিবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার খুরশেদ আলম জানান সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনি ।  তিনি আরো জানান ক্ষতির পরিমান প্রায় পাঁচ লাখ টাকা এবং প্রায ১০লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আরিফুল ইসলাম জানান,ইউপি চেয়ারম্যানের প্রতিবেদন পেলেই ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।#


Create Account



Log In Your Account