By: Admin
Mar 21, 2023

মো. আতিক ইসলাম,শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারার তাহেরপুর রিভার রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি খন্দকার সায়লা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম জিয়া উদ্দিন টিপু ও সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। শেষে বিদ্যালয়ের প্রথম স্থান হওয়া চার শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করেন তাহেরপুর রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা দীপিকা রানী দাস। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর এবং সার্বিক সহযোগিতায় শিক্ষক-কর্মচারী ও ছাত্রীবৃন্দ।#      

 


Create Account



Log In Your Account