By: Admin
Feb 11, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ বিশ্বাস। শনিবার সকালে পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ও নার্স সংকট আছে কি না, যন্ত্রপাতি ঠিকমতো আছে কি না, সেবাগ্রহীতারা ঠিকমতো সেবা পাচ্ছে কি না ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নেন এবং সার্বিক বিষয়ে একটি প্রোফাইল জমা দিতে বলেন। পরিদর্শনকালে হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মাসুদ পারভেজ, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার নুরুন নাহার নাসু, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলামসহ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে একটি মেডিকেল কলেজসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। তিনি শপথগ্রহণের পর গত বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এ দাবি তুলে ধরেন। এসময় তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী আপনি ২বার চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন। সফরকালে আপনি বেশকিছু প্রতিশ্রæতি দিয়েছিলেন। তার মধ্যে একটি মেডিকেল কলেজের কথা ছিল। ওদুদ বলেন- আমি নির্বাচনের সময় জনগণকে প্রতিশ্রæতি দিয়েছিলাম একটি মেডিকেল কলেজের। আপনার কাছে আমার প্রথম দাবি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে একটি মেডিকেল কলেজের ব্যবস্থা করে দিবেন।

এছাড়াও করোনার সময় বন্ধ রাখা আন্তঃনগর ট্রেনের সংযোগ ট্রেন দুটি পুনরায় চালুর ব্যবস্থা করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতিশ্রæতি দেয়া সোনামসজিদ পর্যন্ত রেললাইন সম্প্রসারণের ব্যবস্থা করবেন।# 


Create Account



Log In Your Account