By: Admin
Jan 3, 2024

বগুড়া-৬

বগুড়া: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বগুড়া-৬ (সদর) আসনের নৌকার প্রার্থীসহ তিনজনকে পৃথকভাবে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বুধবার (জানুয়ারি) সদর আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ জাহিদুল ইসলাম তাদের কারণ দর্শানোর নোটিশ দেনএদিন সন্ধ্যায় নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের সহকারী মশিউর রহমান তলব নোটিশের বিষয়টি নিশ্চিত করেন।আদেশ তিনটিতে বগুড়া-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু ও তার ভাই সৈয়দ সার্জিল আহম্মেদ টিপুকে আগামীকাল বৃহস্পতিবার সকালে তলব করা হয়।জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে শহরের খান্দার এলাকায় রাস্তা বন্ধ করে নির্বাচনী জনসভা করেন নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে আসে। এতে সুস্পষ্টভাবে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি আইন-২০০৮ এর বিধি ৬ (ঘ) লঙ্ঘন হয়েছে।এ জন্য প্রার্থী রিপুকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের হাজির হয়ে অভিযোগের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ জাহিদুল ইসলাম।এ ছাড়া ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর ভাই সৈয়দ সার্জিল আহম্মেদ টিপুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার নিজ এলাকা আটাপাড়ায় কিছু ভোটারকে টাকা দিয়ে প্রভাবিত করার। নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি আইন-২০০৮ এর বিধি-১১ (ঙ) ধারা লঙ্ঘন করেছেন টিপু। একই কারণে ঈগল প্রতীকের প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠুর বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়।এ জন্য সদর আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এই স্বতন্ত্র প্রার্থী ও তার ভাইকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালতে এসে নিজের অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর ব্যাখ্যা দিতে বলা হয়েছে নোটিশে। 


Create Account



Log In Your Account