By: Admin
Aug 7, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহী এর একটি বিশেষ আভিযানিক দল (৬ আগস্ট ২০২৩) ১০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন আলীনগর উচ্চ বিদ্যালয়ের উত্তরে শাহিন ফার্নিচার দোকানের পূর্ব পাশে আতা ফল বাগানে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে  কিশোর গ্যাং গ্রæপের মূলহোতা সহ সক্রিয় সদস্য মোঃ ফেরদৌসুর রহমান সিজান (১৯) (মূলহোতা) পিতা-মোঃ আনারুল ইসলাম, সাং-হুজরাপুর কলোনীপাড়া, মোঃ বেলাল হোসেন (২১), পিতা-মোঃ শহিদুল ইসলাম,সাংÑপ্লান্টিক পাড়া,মোঃ রমজান আলী (১৯), পিতা-মোঃ বাবলু ইসলাম, সাং-আলীনগর রেলপাড়া, সর্ব থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে ক্ষুর-২টি,প্লাস্টিকের তৈরী খেলনা পিস্তল-১টি ,কাগজে মোড়ানো গাঁজা ৫ পুরিয়া, গাঁজা সেবনের কলকি-১টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং। এলাকায় একটি আতা বাগানে ছিনতাই এর উদ্দেশ্যে একত্রিত হওয়া সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে তাদের মাদক এবং ছিনতাইয়ের সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে। #

 


Create Account



Log In Your Account