By: Admin
Jul 2, 2024

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার মাসিক উন্নয়ন ও প্রস্তাাবিত বাজেট নিয়ে আলোচনা সভায় প্রায় ৪০ কোটি টাকার খসড়া বাজেট উপস্থাপন করা হয়।রবিবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বাজেট নিয়ে আলোচনা করেন সভার সদস্যরা।জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা সদস্য ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল (সদর), কবির আহমেদ খান (গোমস্তাপুর), তারিকুজ্জামান সুমন (নাচোল),   হোসনে আরা পাখি (ভোলাহাট), সংরক্ষিত সদস্য তাসলিমা বেগম (সদর), সাবিহা শবনম কেয়া (গোমস্তাপুর), জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সুজাউল ইসলাম উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াহেদসহ অন্যরা।সভার শুরুতেই গত ২৭ জুন সন্ত্রাসী হামলায় নিহত জেলা পরিষদের নির্বাচিত সদস্য আব্দুস সালামের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং হত্যাকারে সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পরে আব্দুস সালামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।এছাড়া সভায় উপস্থিত উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মোঃ আনোয়ারুল ইসলাম,  মোঃ আশরাফ হোসেন আলিমকে, ফুল দিয়ে পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।সভা শেষে জেলা পরিষদ সদস্যর মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।#


Create Account



Log In Your Account