By: MD. Admin
May 7, 2025

চাঁপাইনবাবগঞ্জ ঃচাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. ইউনুস-এর আহ্বানে সাড়া দিয়ে এ মেলার আয়োজন করছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।বুধবার দুপুরে চেম্বারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, গত ১৫ বছর নানা কারণে চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্য মেলা আয়োজন করা সম্ভব হয়নি। এবার জাতীয় ক্রীড়া পরিষদ ও স্থানীয় প্রশাসনের অনুমতিক্রমে আমরা একটি আকর্ষণীয় ও মানসম্পন্ন মেলা আয়োজন করতে যাচ্ছি।সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় থাকবে শতাধিক স্টল, ১৬টি প্যাভিলিয়ন এবং শিশু-কিশোরদের জন্য ২০টিরও বেশি আধুনিক রাইড। দর্শনার্থীরা দেশীয় নানা শিল্পপণ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি কেনাকাটার সুযোগ পাবেন। একই সঙ্গে পরিবার-পরিজন নিয়ে উপভোগ করতে পারবেন বিনোদনের নানা আয়োজন।চেম্বার সভাপতি আরও বলেন, মেলায় কোনো ধরনের জুয়া কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো আয়োজন থাকবে না। আমরা একটি সুস্থ ও পারিবারিক বিনোদনমুখী পরিবেশ নিশ্চিত করতে চাই।মেলার সফল আয়োজনে জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, পরিচালক আব্দুল আওয়ালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

 


Create Account



Log In Your Account