মু: শফিকুল ইসলাম,গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসিমিয়া রোগীদের চিকিৎসা সহায়তা চেক বিতরণ করা হয়েছে। গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল ৪টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের আখের আলীসহ কর্মচারীবৃন্দ। মোট ২৮জন অসহায় রোগীদের মাঝে ১৪ লক্ষ টাকার চেক বিতারণ করা হয়েছে।#