চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবতলায় চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানি মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানি মন্দিরের গেইটের কয়েক স্থান ভেঙে দেয় এবং ভাংচর করে পালিয়ে যায় দূর্বৃত্তরা ।মন্দিরের এ ঘটটনা প্রতিবাদে সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন ঘটনার প্রায় এক ঘন্টা পরই সড়ক অবরোধ করলে সব ধরণের যানবাহন বন্ধ হয়ে যায় এবং সর্বসাধারণের চলাচলের বিঘœ ঘটে। সংবাদ পেয়ে ঘটনা সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের আটকের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভকারীরা। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, চরজোতপ্রতাপ দুর্গা মাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি বাসুদেব নন্দী, সাবেক এমপি লতিফুর রহমান, সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়াসহ অন্যান্যরা। সনাবাহিনী চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর হাসান রাকিব জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ২৪ ঘন্টার মধ্যেই জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এস এম জাকারিয়া হোসেন জানান, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানি মন্দিরে হামলার ঘটনার পর পর রাতেই পুলিশের অভিযানে হামলাকারীদের চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে সদর উপজেলার আজাইপুর এলাকার ফারজিন হোসেনের ছেলে মোজাহিদ হোসেন,পিটি আই বস্তিপাড়া এলাকার মানিকের ছেলে বাদল হোসেন,একই এলাকার তোহিদের ছেলে রানা, ও সালেক আহমেদ। তিনি আরো বলেন তদন্ত করা হচ্ছে এবং আরো জড়িত থাকলেও অবশ্যই তাদেরকে আটক করে আইনের আওয়াতায় আনা হবে।#