চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ১০ ডিসেম্বর আর্ন্তজাতিক বিশ্ব মানবাধিকার পালিত হয়। আর্ন্তজাতিক বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় শিবগঞ্জ বাজার থেকে র্যালী বের হয়ে উপজেলা চত্বর হয়ে আবার শিবগঞ্জ ডাকবাংলো সামনে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা বক্তব্য দেন এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী।সদস্য,জাতীয় নির্বাহী কমিটি এবং রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা,সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ কোট চত্বর থেকে র্যালী বের হয়ে নিউ মার্কেট,সাটুহল পুলিশ সুপারের কার্যালয়ের সামন দিয়ে এসে জেলা প্রশাসকের অফিসের সামনে বটতলায় এক পথসভা অনু্িঠত হয়। পথসভা বক্তব্য দেন এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী।সদস্য,জাতীয় নির্বাহী কমিটি এবং রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা,সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।আরো বক্তব্য দেন অধ্যক্ষ ড.মোঃ এমরান হোসেন, অধ্যক্ষ মোঃ জোবদুল হক, অধ্যক্ষ (অব)মোঃ মনিরুল ইসলাম,আলহাজ ডাঃআল মোতাসিম বিল্লাহ,এ্যাড.মোঃ আসলাম-উল-দৌলা প্রমূখ।