চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় পমেলা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। নিহত ওই নারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গোরস্তান পাড়ার মুর্তুজা ও টুনির মেয়ে এবং জহিরুল ইসলামের সহধর্মিণী পমেলা। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. মাহফুজুল হক চৌধুরী পিপিএম রাত ১১টার দিকে সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৮ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিহত নারী রাস্তা পারাপারের সময় দ্রæতগামী একটি মোটরসাইকেল জোরে তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। #