চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও-রেডিও মহানন্দা৯৮.৮ এফএম পরিদর্শন করেছেন বাংলাদেশ বেতারের ৩ সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গতকাল সোমবার (৪ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুরে অবস্থি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ে আসেন তারা। এসময় প্রতিনিধি দলকে স্বাগত জানান, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, টেকনিক্যাল অফিসার রেজাউল করিমসহ অন্যরা। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক জলিলুল হক, উপ-আঞ্চলিক পরিচালক শাহজাহান জামান চৌধুরী ও সহকারী পরিচালক হাসনাতুল আজম। পরিদর্শনের শুরুতে রেডিও মহানন্দার প্রধান কার্যালয় পরিদর্শন করেন তারা। পরে চাঁপাই পলশায় অবস্থিত রেডিও মহানন্দার সম্প্রচার কেন্দ্র ও প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট- পিএফটিআই পরিদর্শন করেন। এসময় রেডিও মহানন্দার থিম সং, লোকগান, কবিতা ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরা পরিবেশন করে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের নাট্যকর্মীবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, পিএফটিআই এর টিম লীডার আহম্মেদ সিদ্দিক ফ্রান্স, ইউনিট-১ এর ম্যানেজার ওজিউর রহমান।২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন কার্যক্রম এর কর্মপরিকল্পনায় মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক স্মার্ট ও গণমুখী গণমাধ্যম শিল্পের বিকাশ ও উন্নয়নে অর্ন্তভূক্ত কার্যক্রমে কমিউনিটি রেডিও পরিদর্শনের আওতায় প্রতিনিধি দলটি রেডিও মহানন্দা পরিদর্শনে আসে।#