By: Admin
Mar 16, 2023

শিবগঞ্জ (চাঁপাাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চলে গেলেন না ফিরার দেশে দৈনিক মানবজমিন পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি ইমন আল ইমরানের আব্বা ও কানসাট কাগজি পাড়ার মৃত মুলি শেখের ছেলে টানু শেখ(৭২)। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে রাজশাহী মেতিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টা ২০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কানসাট কেন্দ্রীয় গোরস্থানে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় অংশ গ্রহন করেন জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন পেশার মানুষ।দাফন শেষে সকল সাংবাদিক শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে। মৃতকালে তিনি দুই ছেলে পাঁচ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।#


Create Account



Log In Your Account