By: Admin
Feb 18, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকা থেকে জামায়াত শিবিরের ২০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে বেতবাড়িয়া এলাকায় জাবানুল নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সামাবেশ ও বার্ষিক ভোজের জন্য করা প্যান্ডেলে অভিযান চালায় পুলিশ সদস্যরা। এসময় অভিভাবক সমাবেশ থেকে ২০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, বার্ষিক ভোজের আড়ালে জামায়াত শিবির কর্মীরা গোপন বৈঠক করছে এমন তথ্যের  ভিত্তিতে বেতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ জন আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, গোপন তথ্যে জানতে পারি বেতবাড়িয়া এলাকার জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার প্রধান শাখা বেতবাড়িয়ায় অভিভাবক ও সুধী সমাবেশ, বার্ষিক ভোজ, দাতাদের জন্য দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করছে। এ সময় অভিযান চালিয়ে ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। ওসি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা


Create Account



Log In Your Account