By: Admin
Jan 30, 2023

পদ্মারচর ডেস্কঃ ১৭তম বেসরকারি  শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হলেও বিপুল সংখ্যক প্রার্থীর ওএমআর শিট দেখা নিয়ে বিপাকে পড়ে এনটিআরসিএ। ফলে প্রিলিমিনারি পরীক্ষার খাতা মূল্যায়নে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সহায়তা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়কে সহায়তা করার বিষয়ে ‘পজিটিভ’ চিন্তাভাবনা করছে পিএসসি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় তিন বছর পর গত বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ লাখের বেশি প্রার্থী এতে অংশগ্রহণ করেন।প্রিলিমিনারি পরীক্ষা হলেও বিপুল সংখ্যক প্রার্থীর ওএমআর শিট দেখা নিয়ে বিপাকে পড়ে এনটিআরসিএ। পরবর্তীতে এ বিষয়টি তারা শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করে। এর প্রেক্ষিতে ১৭তম নিবন্ধনের প্রিলিমানি পরীক্ষার ওএমআর শিট মূল্যায়নে সহায়তা চেয়ে পিএসসিকে চিঠি পাঠায় মন্ত্রণালয়।এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে আমার জানা নেই। তবে যদি তারা এ ধরনের চিঠি পাঠিয়ে থাকে তাহলে আমরা অবশ্যই বিষয়টি বিবেচনা করে দেখব।সার্বিক বিষয়ে পিএসসি সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার বলেন, মন্ত্রণালয় থেকে ১৭তম নিবন্ধনের খাতা দেখার বিষয়ে আমাদের চিঠি পাঠানো হয়েছে। আমরা খাতা দেখে দেওয়ার বিষয়ে পজিটিভ।#


Create Account



Log In Your Account