By: Admin
Feb 11, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’র উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ ফেব্রæয়ারি) সকাল সাড়ে নয়টায় ডা. আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এউপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি বলেন-একজন অ্যাথলেটিকস আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় অংশ নিয়ে যেন দেশের সুনাম অর্জন করতে পারেন সেই লক্ষে তৃণমূল থেকে অ্যাথলেটিকস অন্বেষণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই প্রতিযোগিতার ওপর জোর দেয়া হয়েছে। আমি আশা করব এই অ্যালেটরা ভবিষ্যতে ভালো করবে। এজন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাঈমা খান, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক ফুটবলার মোস্তাফিজুর রহমান মুকুল, ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল হান্নান মাস্টার, বদিউজ্জামান বুধু।

জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার পাঁচ উপজেলার অ্যাথলেটরা দৌড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন থ্রো, শটপুট, ডিসকাস ও রিলেসহ ৩২টি ইভেন্টে অংশ নিচ্ছেন। বিকেলে একই মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন অতিথিবৃন্দ।#

 


Create Account



Log In Your Account