By: Admin
Feb 17, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ প্রয়াত সাংবাদিক ডি এম তালেবুন নবী ও তরুণ উদীয়মান সাংবাদিক রিপন আলী রকির স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। শুক্রবার বিকেলে উপজেলা ডাকবাংলো চত্বরে শিবগঞ্জ উপজেলা সাংবাদিকদের আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিল হয়। শিবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মমিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোহাঃ ইমরান আলীর সঞ্চালনায় শোক সভায় প্রয়াত সাংবাদিকদ্বয়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রথম আলোর প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু,দি ডেইলি ট্রাইব্যুনাল জেলা প্রতিনিধি,দৈনিক প্রভাতবেলা “স্টাফ রিপোর্টার” ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের (সাবেক) সহ-সাধারন সম্পাদক মোহাঃ হারুন অর রশিদ,দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ সংবাদাতা মোঃ সফিকুল ইসলাম, ৭১ টিভির ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এ কে এস রোকন, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহŸায়ক এম রফিকুল ইসলাম, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, সাংবাদিক নুরতাজ আলম, প্রয়াত ডিএম তালেবুন নবীর পুত্র সাংবাদিক ডি এম কপোত নবীসহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের  প্রায় ৫০ জন সাংবাদিক। উল্লেখ্য, শোক সভায় বক্তারা প্রয়াত দুই সাংবাদিকের জীবনী তুলে ধরেন এবং সংবাদকর্মী হিসেবে মিডিয়া জগতে তাদের অবদানের কথা স্মরণ করেন। উল্লেখ্য যে, প্রয়াত সিনিয়র সাংবাদিক বিএম তালেবুন নবী গত ২৫ জানুয়ারি ও ৩ ফেব্রæয়ারি দিবাগত রাতে তরুণ উদীয়মান সাংবাদিক রিপন আলী রকি মৃত্যু বরণ করেন। আলোচনা শেষে প্রয়াত দুই সাংবাদিকের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাতাজ করা হয়।#

 


Create Account



Log In Your Account