By: Admin
Aug 16, 2023

মু: শফিকুল ইসলাম,গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন,  রহনপুর পৌরসভা, বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  ও সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে দিবসের সূচনা করে উপজেলা প্রশাসন। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল দশটায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, সহকারী কমিশনার ভূমি বিপাশা হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম,গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান  ও রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক  প্রমুখ ।
রহনপুর পৌরসভা সকালে জাতীয়  পতাকা অর্ধনমিতকরণ ও কালোপতাকা উত্তোলন করে। অতঃপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ  এবং দোয়া করা হয়।  এসময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান  সহ অন্যরা।
বাংলাদেশ আওয়ামী লীগ,  গোমস্তাপুর উপজেলা শাখার উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান করা হয়। সকাল সাড়ে দশটার দিকে কলোনি মোড়স্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি শোক   মিছিল বের হয়।   শোক মিছিল  টি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ডাকবাংলায়  এসে আলোচনা সভায় মিলিত হয়। গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা সিরাজুল ইসলাম টাইগারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান। আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শওকতারা বেগম, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, রহনপুর পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিজ, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোহাম্মদ ফিটু, নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাবিয়া শবনম কেয়া, আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনারদি, ছাত্রলীগ নেতা  আরিফুল ইসলাম  জয়,   মুরসালিন প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। 
বিজিবি  ১৬  নওগাঁ  ব্যাটেলিয়নের আয়োজনে 
উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের  কাশিয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে  বিনামূল্যে  চিকিৎসা সহায়তা,  ঔষধ  ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।  এসময় উপস্থিত ছিলেন   নওগাঁ  ব্যাটেলিয়ন ১৬ বিজিবির অধিনায়ক  লেঃ কর্নেল  মোঃ আসাদুজ্জামান  পিএসসি জি, সহকারী  পরিচালক  এসএম তাফসির  আহমেদ  পিবিজিএম,  রহনপুর কোম্পানি  কমান্ডার  সুবেদার  নুরুল ইসলাম,  আওয়ামী লীগ নেতা  গোলাম মোহাম্মদ ফিটু,  বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান  শামিউল আলম  শ্যামল, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া,  ছাত্রলীগের  উপজেলা  সভাপতি  শাহরিয়ার  জামা ন আনসারী  প্রমুখ। এসময় প্রায় তিনশত রোগীকে চিকিৎসা সহায়তা  ও ঔষধ  প্রদান এবং ১০০ জন হতদরিদ্র  কে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।#

 


Create Account



Log In Your Account