By: Admin
Sep 10, 2024

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পনামা পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম ও দুর্নীতিরও রাজস্ব ফাঁকির প্রতিবাদে   মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে আমদানি রপ্তানি কারক গ্রুপ । ৮ই সেপ্টেম্বর রবিবার সকালে  আমদানি রপ্তানিকারক গ্রুপের অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পানামা পোর্ট লিংক এর সামনে মানববন্ধনে মিলিত হয় পরে আমদানি রপ্তানি কারোক গ্রুপের কনফারেন্স রুমে  সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন  আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সম্পাদক মাওলানা মামুনুর রশিদ। এ সময় তিনি বলেন  পানামা পোর্ট  লিংক  লিমিটেডের বন্দর মাশুল  এবং লেবার হ্যান্ডেলিং চার্জ আদায়ের নামে পরোক্ষভাবে চাঁদাচাঁদাবাজি যার পরিমাণ দিন দিন  বিভিন্ন আঙ্গিকে নানা উপায়ে বৃদ্ধি পাচ্ছে যা ব্যবসায়ীর পরিবেশ নষ্ট করছে ।  ৭২ ঘণ্টার মধ্যে সকল সমস্যা সমাধান না হলে পরবর্তী কর্মসূচি কঠোর কর্মসূচি  দেওয়ার  ঘোষণা দেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত সময়ে উপস্থিত ছিলেন,আমদানি রপ্তানি কারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি  দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আলমগীর জুয়েল,   নুর আমিনসহ কয়েকশো আমদানি রপ্তানি কারক উপস্থিত ছিলেন। #

 


Create Account



Log In Your Account