চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বৃহস্পতিবার (২২ আগস্ট’২৪) দিবাগত আনুমানিক রাত ১২ টায় পর সোনামসজিদ বিওপির সুবেদার মোঃ শাহজাহান আলী এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাগলা নদীর পার সংলগ্ন এলাকায় ভারতীয় চোরাকারবারীরা ২টি বস্তা কলা গাছের ভেলাযোগে ভারতের অভ্যন্তর হতে পাগলা নদীতে ভাসিয়ে দিলে তা বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি টহলদল তা দেখতে পেয়ে বস্তা ২টি উদ্ধার করে। পরবর্তীতে বিজিবি টহলদল বস্তা ২টি খুলে বস্তার ভিতর হতে ৪৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত ফেন্সিডিল জিডি করতঃ শিবগঞ্জ থানায় জমা করা হবে। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।#